254 বার প্রদর্শিত
"পড়াশোনা" বিভাগে করেছেন Level 7

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 5
সরকার তার রাষ্টের উন্নয়নমূলক কাজ তথা জনগনের কল্যাণের জন্য যে অর্থায়ন করে তাকে সরকারি অর্থায়ন বলে।এ অর্থায়ন বাজেট জারির মাধ্যমে করা হয়।এক্ষেত্রে ব্যয় আগে করা হয় তারপর আয় হয়।*বেসরকারি অর্থায়ন বলতে ব্যাক্তি বা প্রতিষ্টান যে অর্থায়ন করে।এটা বিভিন্নভাবে করা যায়।
করেছেন Level 7
আমি তো সরকারি বেসরকারি অর্থায়নের পার্থক্য জানতে চাই নি।ভালো করে দেখে নেন।
করেছেন Level 5
আরে আমি তো পার্থক্য বলি নি।সরকারি অর্থায়ন কেন বেসরকারি অর্থায়ন হবে না তা বুঝিয়েছি।
করেছেন Level 7
আমি আমার দুই প্রকাশনীর বইয়ে কাজল ব্রাদার্স ও কমার্স পাবলিকেশনে পেয়েছি অর্থায়ন দুই প্রকার যথা সরকারি বেসরকারি ।আবার বেসরকারি অর্থায়নকে তিন ভাগে ভাগ করেছে যথা ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন ও অব্যবসায় অর্থায়ন।আবার ব্যবসায় অর্থায়নকে ভাগ করেছে তিন ভাগে যথা ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন , সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন ও স্বায়ত্তশাসিত ব্যবসায় অর্থায়ন।এখানে যেহেতু বলেছে ব্যবসায় অর্থায়ন বেসরকারি ।তা ঠিক , কিন্তু সকল প্রকার ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নকেই বেসরকারি অর্থায়নে অন্তভূক্ত করেছে।এই দৃষ্টিতে সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নকে বলেছে বেসরকারি অর্থায়ন।যেহেতু এটা এক প্রকার ব্যবসায় প্রতিষ্ঠান।
করেছেন Level 5
অর্থায়ন 2প্রকার।*অভ্যন্তরীণ *বাহ্যিক্ *বাহ্যিক আবার 2 প্রকার্ *সরকারি *বেসরকারি* বেসরকারি 3 প্রকার।* ব্যক্তিগত *ব্যবসায় *অব্যবসায়

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
20 জুন 2018 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Younus Matubber Level 8
1 উত্তর
19 মে 2019 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asif Shadat Level 7
2 টি উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...