আমি আমার দুই প্রকাশনীর বইয়ে কাজল ব্রাদার্স ও কমার্স পাবলিকেশনে পেয়েছি অর্থায়ন দুই প্রকার যথা সরকারি বেসরকারি ।আবার বেসরকারি অর্থায়নকে তিন ভাগে ভাগ করেছে যথা ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন ও অব্যবসায় অর্থায়ন।আবার ব্যবসায় অর্থায়নকে ভাগ করেছে তিন ভাগে যথা ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন , সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন ও স্বায়ত্তশাসিত ব্যবসায় অর্থায়ন।এখানে যেহেতু বলেছে ব্যবসায় অর্থায়ন বেসরকারি ।তা ঠিক , কিন্তু সকল প্রকার ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নকেই বেসরকারি অর্থায়নে অন্তভূক্ত করেছে।এই দৃষ্টিতে সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নকে বলেছে বেসরকারি অর্থায়ন।যেহেতু এটা এক প্রকার ব্যবসায় প্রতিষ্ঠান।