কোন সংখ্যার এক এর পরিপূরক মানে ১ এর স্থলে ০ এবং ০ এর স্থলে ১ দ্বারা প্রতিস্থাপন করার পর যে মান পাওয়া যাবে তার সাথে ১ যোগ করলে যে মান পাওয়া যায় তাকে ২এর পরিপূরক বা 2's Complement বলে।উদাহারন (1101)এর 1's Complement হল (0010)এখন প্রাপ্ত 1's Complement এর মানের সাথে আরো 1 যোগ করলে পাওয়া যাবে ( 0011 ) এটাই 2's Complement।