সদস্যদের সাথে বন্ধুত্বসুলভতা বজায় রাখতে একান্ত বার্তার ভূমিকা অপরিসীম। আর যখন কারো সাথে ব্যক্তিগত কথা বলতে ইচ্ছে হয় আর ৫টা বার্তার উত্তর দেয়ার পর যখন নোটিশ আসে দয়া করে ১ ঘন্টা পর চেষ্টা করুন তখন অনেকটা বিরক্তিই লাগে এই বলে যে প্রশাসকগন যদি আর কিছু বার্তা পাঠানোর সুযোগ রাখতো তাহলে কি তেমন বড় সমস্যা হত !
আমার মতে ১ ঘন্টার ভিতরে ৫ টা বার্তার সুযোগ এটা একেবারেই কম। একই সময়ে দুই জনের সাথেও কথা বলতে হয় । কিন্তু কারো সাথেই পিপাসা মিঠিয়ে কথা বলার সুযোগ হয়েই না।কথা বলতে শুরু করলে কি আর থামতে মন চায়।
তাই আমি শ্রদ্ধেয় প্রশাসকদের কাছে আবেদন জানাই তারা যেন বার্তা পাঠানোর লিমিটেশান টা 10-15 এর মধ্যে রাখে। টানা কয়টা একান্ত বার্তা পাঠানো যায় এমন একটা প্রশ্ন করেছিলাম কয়েক ঘন্টা আগে সেখানে ফারহান ভাই যে উত্তর দিয়েছে তার উত্তরে আমি একটা মন্তব্য করেছি আবেগের বশবতী হয়েই।