459 বার প্রদর্শিত
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে করেছেন Level 7
কিছু একান্ত বার্তা পাঠানোর পর নোটিশ আসে এই বলে যে দয়া করে ১ ঘন্টা পর চেষ্টা করুন।

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 8
 
সর্বোত্তম উত্তর
প্রতি ঘণ্টায় সাধারণত ১০ টি বার্তা পাঠানো যায়।
করেছেন Level 7
এর বেশি পাঠানো যাবে না কেন?
করেছেন Level 7
ফারহান ভাই এই বার্তা পাঠানোর লিমিট টা আরেকটু বাড়িয়ে দেন না কত কথাই তো বলতে মনে চায় আপনাদের সাথে।
করেছেন Level 7
হুম, ঠিক বলেছেন আইনুল ভাই। ফারহান ভাই মনে হচ্ছে অন্ধ, বাকরুদ্ধ হয়ে গেছেন।আজকাল বার্তা পাঠালে প্রত্যুত্তর করেন না।
করেছেন Level 7
তুহিন ভাই একেবারেই প্রত্যুত্তর করেন না , তা কিন্তু না। কোন বিষয়ের উপর অভিযোগ মূলক বার্তা পাঠালে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যুত্তর দেয়ার চেষ্টা করে থাকেন।এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম , কিছু মনে করবেন না।
করেছেন Level 7
তুহিন ভাই ,ফারহান ভাই একেবারেই প্রত্যুত্তর করেন না , তা কিন্তু না। কোন বিষয়ের উপর অভিযোগ মূলক বার্তা পাঠালে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যুত্তর দেয়ার চেষ্টা করে থাকেন।এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম , কিছু মনে করবেন না।
করেছেন Level 6
@তুহিন ভাই,

কই! আমি আজ ফারহান ভাইকে একটা বার্তা পাঠিয়েছিলাম, চার মিনিটের মধ্যে উত্তর পেয়েছিলাম!      
করেছেন Level 6
সর্বশেষ তথ্যটি দিলাম। কিছু মনে করবেন না।  
করেছেন Level 7
যখন ফারহান ভাই এখানে উত্তর প্রদান করেন, তখন আমি ১ মিনিটের মাথায় ১টা মন্তব্য করি। কিন্তু উনি কিছু বলেন নি।উনার সাথে আগে ঘন ঘন কথা হতো।কিন্তু এখন কিছু অভিযোগ করলে বলে, ভেবে দেখা হবে।
করেছেন Level 7
তবে আমার অভিযোগে তিনি সব সময়েই সাড়া দেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
2 টি উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...