225 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 1

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 6
ঈদের দিনের সুন্নত ও মুস্তাহাব :

১. মিসওয়াক করা সুন্নত।

 ২. গোসল করা সুন্নত। 

৩. সুগন্ধি ব্যবহার করা সুন্নত।

 ৪. কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। বিজোড় সংখ্যায় যেকোনো মিষ্টিদ্রব্য খাওয়া উত্তম; খেজুর অতি উত্তম। 

৫. ঈদগাহে হেঁটে যাওয়া উত্তম। এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা মুস্তাহাব। 

৬. ঈদগাহে যাওয়ার পথে নিচু স্বরে তাকবির (আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ) পড়া সুন্নত। 

৭. সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব।

 ৮. নামাজের জন্য ঈদগাহে যাওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করা সুন্নত। (দাতা ও গ্রহীতার সুবিধার্থে রমজানেও প্রদান করা যায়)। 

 ৯. ঈদের দিন চেহারায় খুশির ভাব প্রকাশ করা এবং কারো সঙ্গে দেখা হলে হাসিমুখে কথা বলা মুস্তাহাব। 

১০. আনন্দ-অভিবাদন বিনিময় করা মুস্তাহাব। (ফাতাওয়া শামি : ১/৫৫৬, ৫৫৭, ৫৫৮, হেদায়া : ২/৭১, বুখারি : ১/১৩০, ইবনে মাজাহ : ৯২)

১১. ঈদের নামাজ দুই রাকাত আর তা ওয়াজিব। এতে আজান-ইকামত নেই। যাদের ওপর জুমার নামাজ ওয়াজিব তাদের ওপর ঈদের নামাজও ওয়াজিব।

ঈদের নামাজ ময়দানে পড়া উত্তম। তবে মক্কাবাসীর জন্য মসজিদে হারামে উত্তম। শহরের মসজিদগুলোতেও ঈদের নামাজ জায়েজ আছে। (বুখারি : ১/১৩১, ফাতাওয়া শামি : ১/৫৫৫, ১/৫৫৭, আল মুহাজ্জাব : ১/৩৮৮)

'ঈদ মোবারক ' 
করেছেন Level 7
জি ভাই আপনার মূল্যবান উত্তর টা প্রদান করায় আশা করি অনেকেরই উপকারে আসবে ।ভাই আমার ধর্ম ও বিশ্বাস বিভাগের দুটি প্রশ্নের উত্তর দিতে ভুলবে না
করেছেন Level 6
কোনগুলো ভাই?
করেছেন Level 7
প্রশ্ন গুলো তো অনেক পিছনে পড়ে গিয়েছে ।আচ্ছা ভাই আপনি ধর্ম ও বিশ্বাস বিভাগের প্রশ্ন গুলোতে ঢুকে আমার নামে প্রথম প্রশ্ন গুলো পাবেন।বিষয় টা ছিল গোসলের শেষে লুঙ্গি পরিবর্তনের ..... আরেকটা হল নামাজে রাকয়াত চোটে গেলে এই .....

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
11 অগাস্ট 2019 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন shompa Level 5
1 উত্তর
18 মে 2018 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন builderbd Level 6
1 উত্তর
03 জুন 2019 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান Level 8
0 টি উত্তর
18 নভেম্বর 2018 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md.Waliullah Level 5
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...