রোযা রাখা কঠিন মনে হবে কেন? এটি আল্লাহর একটি ফরয ইবাদত। এটি পালন করা সকলের উপর অবশ্য কর্তব্য তা যত কঠিনই হোক না কেন। বরং কেউ যদি রোযাকে কঠিন মনে করে ছেড়ে দেয়, তাহলে সে কাফির হয়ে যাবে। আমার কাছে রোযা রাখা মোটেই কঠিন মনে হয় না। আর রোযা রাখার পার্থিবও অনেক উপকার আছে।