যদি এটি ইসলামের দৃষ্টিতে বলতে হয় তাহলে বলব ছেলে বন্ধু, মেয়ে বন্ধু বলতে ইসলামে কোনো সম্পর্ক নেই।ইসলাম বিবাহ করা মেয়ের সাথে বন্ধুত্ব ,প্রেম ও ভালোবাসাকে জায়েজ করেছেন। ইসলামে অন্য মেয়েদের দিকে তাকানোকেই গুনাহের কাজ বলেছে। কোনো মেয়েকে বাস্তবে বা ফেইসবুকে বা যেকোনো সামাজিক মাধ্যমেই হোক আপনি তার বন্ধু হন তাহলে তার সাথে আপনার সম্পর্ক হবে আর এটি মাঝে মাঝে অবাধ মেলামেশারও কারন হয়ে দাড়ায়। যেহেতু ইসলাম পরনারীর দিকে থাকানোকেই হারাম করেছে তাহলে এরকম সম্পর্ক করা যাবে কি ?আপনিই মন্তব্য লিখে জানাবেন প্লিজ।যদি আপনি পরকালকে সুন্দর করতে চান তাহলে ইসলাম যেভাবে চলতে বলেছে ঠিক সেভাবেই চলতে হবে।আপনার খেয়ালখুশি মতো চললে শেষ বিচারের দিন আল্লাহর কাছে ধরা খেতে হবে।