অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা বাধ্যতামূলক নয়।এটি নিবন্ধন না করলে ক .প্রতিষ্ঠান বা অংশীদারদের অসুবিধা নিম্নরূপঃ * অপর অংশীদারের বিরুদ্ধে মামলা করা যায় না ।*চুক্তি ভঙ্গের অধিকারের দাবিতে তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা যায় না ।* অন্য কোনো প্রতিষ্ঠান পাল্টা পাওনা দাবিতে মামলা করতে পারে।* ১০০টাকার বেশি পাওনা আদায়ের জন্যে মামলা করা যায় না ।