ভূমি হল এমন আদিম উপাদান যা প্রকূতির দান যা পন্য বা সেবা উৎপাদনে ব্যবহার করা হয় ।উৎপাদন ব্যবস্থাপনার দৃষ্টিতে ভূমি বলতে শুধু পৃথিবীর ভূপৃষ্টের উপরিভাগকেই বোঝায় না । মাটি ,নদ্ নদী , পাহাড় পর্বত, গাছপালা , চন্দ্র সৃর্য, পানি ,বাতাস ইত্যাদি সকলের সমষ্টিকেই ভূমি বলে।আর মাটি বলতে পৃথিবীর ভূপৃষ্টের উপরিভাগকে বোঝায় যা কর্ষন করে চাষাবাদের দ্বারা ফসল ফলানো এবং বিভিন্ন মানবসৃষ্ট কাছে ব্যবহার করা হয়।অতএব বোঝা গেল ভূমি আর মাটি এক নয়। তবে মাটি ভূমির একটি উপাদান মাত্র।