সুদ সম্পর্কে কুরআনে কি কি আয়াত আছে, তা সুনির্দিষ্ট বলতে পারি না। তন্মধ্যে কিছু আয়াত ঃ ১. "হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর ও সুদের যা বকেয়া আছে, তা ত্যাগ কর, যদি তোমরা মুমিন হয়ে থাক।"(সূরা আল-বাকারা, আয়াত ২৭৮ ), ২। "হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না এবং আল্লাহকে ভয় কর। তাহলে তোমরা সফলকাম হতে পারবে" (সূরা আলে ইমরান, আয়াত ১৩০), ৩. "আর আল্লাহ্ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।।" (সূরা আল- বাকারা, আয়াত ২৭৫)। তাছাড়া আরও থাকতে পারে, যা আমার জানা নেই।