বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) (ইংরেজি: Bangladesh Standards and Testing Institution) বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যা মূলত সেবা ও পণ্যের গুণমান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত। ঢাকায় এর মূল কার্যালয় অবস্থিত এবং পাশাপাশি দেশের ৬টি বিভাগীয় শহরে সংস্থাটির আঞ্চলিক কার্যালয় রয়েছে। এই সংস্থার কাজ হলো পণ্যের গুণগত মান পরীক্ষা করে তার অনুমোদন দেওয়া। প্রত্যেক পণ্যেরই এই অনুমোদনের প্রয়োজন হয়, আর একারণেই প্রত্যেক পণ্যের গায়ে বিএসটিআই এর সিল লাগানো থাকে।