ভূগর্ভস্থ তরল স্তরে (Outer core) নিচে বেশি উত্তপ্ত ও উপরে কম উত্তপ্ত তরলের মধ্যে পরিচলন স্রোত এবং পৃথিবীর আবর্তন বেগের কারণে এ অংশের পদার্থসমূহ আয়নিত হয় এবং একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার সময় তড়িৎশক্তির সৃষ্টি করে। আর গতিশীল চার্জ চৌম্বকক্ষেত্র তৈরি করে বলে, পৃথিবীর ২ প্রান্তে চৌম্বকীয় মেরুর সৃষ্টি হয়।