সম্প্রতি জাম্বিয়ার কাগেম খনি থেকে ৫,৬৬৬ ক্যারেটের যে পান্না পাওয়া যায়, তার নাম দেওয়া হয় ইনকালামু। স্থানীয় বেম্বা ভাষায় যার অর্থ সিংহ। এর ওজন ১,১৩১ গ্রাম বা ৩৯.৯ আউন্স। এর দাম ধর হয় ২৫ লাখ মার্কিন ডলার। জাম্বিয়া, কলম্বিয়া ও ব্রাজিলে মূলত পান্না পাওয়া যায়। হীরার চেয়েও মূল্যবান পান্না। এর আগে ২০১০ সালে ৬,২২৫ ক্যারেটের একটি পান্না পাওয়া গিয়েছিল।