সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে রয়েছে একটি স্বর্ণের হোটেল। সেই হোটের প্রকৃত নাম ' আমিরাত প্যালেস '।অনেকেই এ হোটেলকে একটি প্রাসাদ মনে করেন। কিন্তু প্রকৃপক্ষে এটি কোনো প্রাসাদ নয়, এটি হচ্ছে একটি পাঁচতারকা হোটেল। তিন বিলিয়ন ডলার খরচ করে ২০০৫ সালে বিশ্বের সবচেয়ে দামি এ হোটেলটি নির্মিত হয়। হোটেলটির ২,০০০ বর্গমিটারের সিলিংটি ২২ ক্যারেটের স্বর্ণ দিয়ে সাজানো। পাতগুলো আনা হয়েছে ইতালি থেকে। এগুলো পিটিয়ে পাতালা করে তার পিঠে বিশেষ ধরনের আঠা লাগিয়ে সিলিং এর গায়ে সাঁটানো হয়। প্রতি বছর এ স্বর্ণপাত বদলাতে খরচ ১.৩ মার্কিন ডলার।