দাদ ভালো হওয়ার জন্য বিভিন্ন মলম আছে তা ব্যাবহার করতে পারেন। আর হোমিও ডাক্তারের পরার্মশ অনুযায়ী "Natrum sulphuricum অথবা Sepia" ২টা ঔধুধের যে কোন ১টার ২০০ শক্তি সেব্য। আপনি অল্প পরিমাণ নিম তেল নিয়ে দাউদের উপর বারে বারে লাগাতে পারেন। নিমের ভিতরে উপস্থিত অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপাটিজ দাউদের মতো ত্বকের রোগের প্রকোপ কমাতে সাহায্য করে। এছাড়া অল্প করে রসুনের কোয়া নিয়ে সেগুলিকে ছোট ছোট করে কেটে সেগুলিকে দাদের উপর রাখুন এবং ব্যান্ডেজ দিয়ে বেঁধে সারা রাত রেখে দিন। রসুনে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান আপনার দাদের প্রকোপ কমিয়ে দিবে। এছাড়া লবণের সঙ্গে অল্প করে ভিনিগার মিশিয়ে দাদের স্থানে লাগান। ভাল ফল পাবেন। আপনি ছত্রাকবিরোধী সাবান শ্যাম্পু ব্যবহার করুন। আক্রান্ত স্থানে পেভিসিয়া ক্রিম লাগাতে পারেন। সর্বোপরি আপনি একজন ভাল চর্ম চিকিৎসক এর পরামর্শ নিন।