সুরা হাক্কাহ-এর ৪০ নং আয়াত হলোঃ اِنَّہٗ لَقَوۡلُ رَسُوۡلٍ کَرِیۡمٍ অর্থাৎ, অর্থঃ নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী। এখানে সম্মানিত রাসূল বলতে হযরত মুহাম্মাদ (সঃ)-কে বুঝানো হয়েছে। তাই বলে এই নয় যে, এটি রাসূলের কিতাব। তাছাড়াও, قول বার্তা'র অর্থ তেলাওয়াত (পাঠ করা)। অর্থাৎ, রাসূলে করীম (সঃ)-এর তেলাওয়াত। অথবা قول 'বার্তা' বলতে এমন কথা যা এই সম্মানিত রসূল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট পৌঁছান। কারণ, কুরআন না রসূল (সঃ)-এর বাণী, আর না জিবরীল (আঃ)-এর বাণী, বরং তা হল আল্লাহর বাণী, যা তিনি জিবরীল ফিরিশতার মাধ্যমে পয়গম্বরের উপর অবতীর্ণ করেছেন। অতঃপর তিনি মানুষের কাছে তা পাঠ করে শুনিয়ে ও পৌঁছে দিয়েছেন।