Lounch (দুপুর;সাধারণত কর্মচারীদের জন্য) ও supper (রাতে) উভয়ই হালকা খাবার গ্রহণের ক্ষেত্রে এবং dinner (দুপুর বা রাতে) ভারী বা প্রধান খাবার গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। উল্লেখ্য,breakfast (সকাল) lounch- এর পরিবর্তে সকাল ১১.০০ টার দিকে খাবার গ্রহণের ক্ষেত্রে brunch ব্যবহৃত হয়।।