494 বার প্রদর্শিত
"নোটিশবোর্ড" বিভাগে করেছেন Level 8

অনেকে ইমেইল যাচাই করতে গিয়ে সমস্যায় পড়েন। তো আমি স্কিনশর্ট সহ এ বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো।

ইমেইল ঠিকানা যাচাই করার জন্য প্রথমে আপনার একাউন্টের প্রোফাইলে চলে যান।এরপর edit my profile এ ক্লিক করুন।নিচের স্কিনশর্টগুলি লক্ষ করুন।

image   


এরপর আপনি আপনার ইমেইল ঠিকানাটি দেখতে পাবেন। ইমেইল ঠিকানা আগে থেকে যাচাই করা না থাকলে "যাচাই করুন" লিখাটি দেখতে পাবেন।এইবার এইখানে ক্লিক করুন।

image



এরপর আপনি যাচাইকরণ লিংকটি পাঠাও এই বাটনে ক্লিক করুন।এছাড়া এখানে দেখে নিন আপনার ইমেইল এড্রেসটি সঠিক কিনা।সঠিক না হলে ইমেইল পরিবর্তন করে নিন।ইমেইল এড্রেস ভুল হলে আপনি ইমেইল পাবেন না।      

image


এরপর আপনি যে ইমেইল দিয়েছেন সেই ইমেইলের ইনবক্স চেক করুন।নির্বিক থেকে পাঠানো এরকম একটি ইমেইল পাবেন।ইনবক্সে ইমেইল না পেলে spam box চেক করতে ভুলবেন না।অনেক সময় ইমেইল spam box এ চলে যায়।    

image    ইমেইলে আসা লিঙ্কটিতে ক্লিক করলেই আপনার ইমেইল ঠিকানা যাচাই হয়ে যাবে এবং আপনি এরকম একটি লিখা দেখতে পাবেন।

image   


ইমেইল ঠিকানা যাচাই করার ফলে আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।এবং আপনি নির্বিক ডট কমের কিছু বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।          

করেছেন Level 7
আচ্ছা! এই অ্যাকাউন্ট আপনার? মনে হয়, আপনার । এটা দ্বারা এই ইমেল ঠিকানা যাচাই করার নিয়ম দেখাবেন বলে কি Testing নাম দিয়েছেন?
করেছেন Level 8
না এটা নতুন একটা একাউন্ট খুলেছি পোস্টটা লিখার জন্য।

একাউন্টের লিঙ্ক https://www.nirbik.com/user/testing
করেছেন Level 7
বুঝেছি! আপনার অ্যাকাউন্ট দিয়ে ইমেল যাচাই করা আছে বলে, নতুন অ্যাকাউন্ট খুলেছেন।
করেছেন Level 2
আপনার জিমেইলে লিংকটি গেছে ঐ লিংকটিতে করলে যাচাই হবে ।

এই প্রশ্নটির উত্তর দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
0 টি উত্তর
02 ফেব্রুয়ারি 2019 "অভিযোগ ও অনুরোধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Amirul Level 6
1 উত্তর
01 অক্টোবর 2018 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ran Ran Ran Level 7
0 টি উত্তর
30 জুলাই 2023 "নোটিশবোর্ড" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান Level 8
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...