জাবেদা হল লেনদেন শনাক্ত হওয়ার পরে লেনদেনগুলোকে তারিখের ক্রমানুযায়ী ডেবিট ক্রেডিট শনাক্ত করে যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে।আর খতিয়ান বলতে বোঝানো হয় হিসাবের চূড়ান্ত যে বইতে জাবেদাভুক্ত লেনদেন চলমান জের বা টি চকে লিপিবদ্ধ করা হয় তা।জাবেদা হিসাবের প্রাথমিক বই আর খতিয়ান হিসাবের চৃড়ান্ত বই