আমি মনে করি, এটি সম্পূর্ণ গুজব। কালোজিরা, আধা, লবঙ্গ- এগুলো খেলে স্বাস্থ্যের উপকার হয়, আবার এটা ভেবে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য খাওয়া মারাত্মক গুনাহ্ হতে পারে। আমাদের ভোলাতে প্রায় ১ সপ্তাহ আগে এই রকম এক ঘটনা ঘটে। ঘটনাটি এই যে, জৈনপুরী পীরসাহেব, স্বপ্নে দেখেছেন, থানকুনি পাতা খেলে করোনা ভাইরাসে আক্রান্ত হবে। তাও ঐ রাতে ফজরের নামাজের অযানের আগে খেতে হবে। আশ্চর্য ব্যাপার, পরেরদিন পাড়াশুদ্ধ লোক পীরসাহেবকে জিজ্ঞাসা করায় তিনি জবাব দেন, এ মিথ্যা। পরে সবাই তওবা করেছে। ভাগ্যিস, আমি তদন্ত নেই বলে খায় নি। আপনাদের ঐ খানেও বোধহয়, একদল লোক এই কথা ছড়িয়েছে। তাই আগে ভালোভাবে তথ্য-প্রমাণ বের করে খোঁজ- খবর নিন, এটা সত্যি কী না।