অণ্ডকোষ ঝুলেই থাকে। তবে কখনো কখনো এটি খুব বেশি হতে পারে। এটা ও স্বাভাবিক। যত বয়স বাড়ে ততই তা ঝুলে পড়ে। অল্প বয়সে অণ্ডকোষ উপরে থাকে, খুব কম ঝোলে। ঝুলন্ত অণ্ডকোষ কোন প্রকার সমস্যা সৃষ্টি করে না। যদি কেউ আপনাকে অণ্ডকোষ ঝুলে পরাকে যৌন রোগ বলে ব্যখ্যায়িত করে তবে জেনে নিন সে অণ্ডকোষ এর অ্যানাটমি সম্পর্কে ভালো ভাবে জানে না। অণ্ডকোষ এ যদি জ্বালা পোড়া বা কোন প্রকার ঘা হয় তবে বুঝবেন আপনার যৌন রোগ হয়েছে। এসব ক্ষেত্রে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। কিন্তু ঝুলে পড়লে ভয় পাওয়ার কিছু নেই।