আমাদের মহানবী (সঃ) যেকোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রাহমানির রাহীম অর্থাৎ 'পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে'_বলতেন। তিনি সবাইকে এটা করার আদেশও দিছেন। এটি মাসনূন বা মুস্তাহাব হলেও এর তাৎপর্য অত্যন্ত গভীর। ঔষধ খাওয়ার বিসমিল্লাহ্ বলা যাবে না-এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও কুসংস্কার। এসব কথায় তথ্য প্রমাণ ছাড়া কান দিবেন না, এগুলো ছড়াবেনও না। কারণ এগুলো করা ইসলাম কবীরাহ্ গুনাহ্।