213 বার প্রদর্শিত
"অন্যান্য" বিভাগে করেছেন Level 7

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 8
 
সর্বোত্তম উত্তর
না শুধুমাত্র হাত ধুলেই হবে না। আরও কিছু নিয়মকানুন রয়েছে যেগুলি মেনে চলতে হবে।যেমনঃ

১) বাইরে থাকাকালীন মুখে,চোখে কিংবা কানে হাত দেওয়া যাবে না।

২) মাস্ক পরতে পারেন।তবে এইটা সাধারণ মাস্ক হলে হবে না। N95 নামক একটি মাস্ক রয়েছে সেটা ব্যবহার করতে হবে।সাধারণ মাস্ক এই ভাইরাস প্রতিরোধ করতে পারবে না। অনেকে দেখছি কাপড় দিয়ে তৈরি মাস্ক পরছেন আসলে এগুলি কোন কাজের না।

৩) জনসমাগম হয় এমন এলাকা এড়িয়ে চলুন।অতিরিক্ত ভিড়ের মধ্যে যাবেন না।

৪) একদম প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না।এখন যথাসম্ভব ঘরে থাকার চেষ্টা করুন। 

৫) আর বাইরে থেকে আসলে অবশ্যই কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। গবেষণায় দেখা গেছে ২০ সেকেন্ডের কম সময় হাত ধুলে এই ভাইরাস যায় না।

সবার সুস্থতা কামনা করছি।ভালো থাকুন সবাই।   
করেছেন Level 7
দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আপনার আশেপাশে করোনা লক্ষণযুক্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, তাদের নম্বর SMS করুন ৩৩৩ -এ কল সেন্টারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
3 টি উত্তর
18 এপ্রিল 2020 "মতামত" বিভাগে জিজ্ঞাসা করেছেন তুহিন Level 7
1 উত্তর
02 এপ্রিল 2020 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nazmul hasan Level 7
1 উত্তর
06 এপ্রিল 2020 "অন্যান্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন তুহিন Level 7
1 উত্তর
1 উত্তর
20 অগাস্ট 2018 "যৌন" বিভাগে জিজ্ঞাসা করেছেন molla Level 5
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...