যে শব্দ দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করে, তাকেInterjection বলে। যেমন Alas! I am undone (হায়! আমি নিঃশেষ হয়ে গেছি), Hurrah! We have won the game (কী মজা! আমরা খেলায় জিতেছি)। উপরিউক্ত উদাহরণে প্রথম sentence-টিতে 'Alas 'শব্দটি দ্বারা দুঃখের আকস্মিক ভাবাবেগ প্রকাশ পায়। এভাবে, দ্বিতীয় বাক্যে 'Hurrah' দ্বারা অনুভূতি বোঝায়। তেমনি 'HOw nice the brid it is'- বাক্যটিতে 'How' দ্বারা বিস্ময়কর আবেগ প্রকাশ পায়। তাই 'How' হলো Interjection।