নিম্ন ভোল্টেজ ব্যবহারের কারনে তড়িতের সিস্টম লস বাড়ে।কারন, অধিক দূরত্বে তড়িৎ প্রবাহের সময় যদি নিম্ন ভোল্টেজ ব্যবহৃত হয় তবে তড়িৎ প্রবাহ বেশি হবে। এখন এ তড়িৎ প্রবাহের সময় তারে অভ্যন্তরস্থ রোধকে অতিক্রম করতে করতে অনেক তড়িৎ তাপশক্তি হিসেবে নির্গত হবে যাকে আমরা বলি তড়িতের সিস্টেম লস।