হজ্ব চলাকালীন সময়ে যদি কোন মহিলার মাসিক ঋতুস্রাব শুরু হয়, তাহলে তাঁর করণীয় হচ্ছে:- বাইতুল্লাহর তাওয়াফ ছাড়া হজ্বের বাকি অন্যান্য সব কাজ অপরাপর হাজীদের মতোই চালিয়ে যাবেন। অতঃপর পবিত্র হয়ে কেবল ফরজ তাওয়াফের কাজা করে নিবেন। উলেখ্য, এমাতবস্থায় সুন্নাত ও ওয়াজিব তাওয়াফ তাঁর জিম্মা থেকে রহিত হয়ে যাবে। তাই সেগুলো আর আদায় করতে হবে না। (সংগৃহীত)