ক্যাপাসিটর নিম্নোক্ত কাজগুলোতে ব্যবহৃত হয়: ১। পাওয়ার স্টেশনে পাওয়ার ফ্যাকটর কারেকশনে ব্যবহৃত হয়। ২। যে কোন ইলেকট্রনিক সার্কিটে ট্রানজিয়েন্ট ফেনোমেনা প্রতিরোধে। ৩। পালসেটিং ডিসিকে ফিল্টারিং করে রিপল কমানের জন্য ব্যবহৃত হয়। ৪। হাই-পাস, লো-পাস ফিল্টার ইত্যাদি সার্কিটে। ৫। ক্লাম্পার সার্কিটে। ৬। RC কাপলিং সার্কিটে। ৭। টাইম ডিলে সার্কিটে ব্যবহার করা যায়। ৮। বেতার যন্ত্রের টিউন্ড সার্কিটে (LC Tank circuit)। ৯। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে (বাড়ীতে ব্যবহৃত সিলিং ফ্যান) দুই কয়েলের মধ্যে ফেজ ডিফারেন্স সৃষ্টিতে।