১. বাহ্যিক কোন বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশিল বস্তু সমগতিতে সরল পথে চলবে। ২. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে, পরিবর্তনও সেদিকে হয়। ৩. প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।