ডক্টর ও ডাক্তারের মাঝে ব্যবহারগত কিছু পার্থক্য রয়েছে। ডাক্তার বলতে শুধুমাত্র চিকিৎসককে বোঝানো হয়। কিন্তু ডক্টর বলতে যেমন চিকিৎসককে বোঝানো হয়, আবার যারা পিএইচডি বা ফিলোসোফি অফ ডক্টরেট অর্জন করেন তাদেরকেও ডক্টর বলা হয়। এখন পিএইচডি যেকোন বিষয়ের উপরই করা যেতে পারে। এটাই উভয়ের পার্থক্য।