রবার্ট বয়েলঃ- জন্মঃ আধুনিক রসায়নের স্থপতি রবর্ট বয়েল ১৬২৭সালে ইংল্যান্ডের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করে। অবদানঃ ১. বয়েল প্রথম মৌলিক পদার্থের ধারনা প্রদান করেন। তিনি মৌলিক পদার্থ ও মিশ্রণের মধ্যেও পার্থক্য প্রদর্শন করেন। ২.তার একটি যুগান্তকারী উদ্ভাবন হল গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্র। এ সূত্রে তিনি গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব বর্ণনা করেন। এ সূত্রটি হল গ্যাসের আদর্শ আচরণের নির্ণায়ক ৩.রসায়নের বাইরে পদার্থবিদ্যায়ও তার অবদান অপরিসীম। বায়ুতে শব্দের সৃষ্টি,হিমায়িতকরণের শক্তি সৃষ্টি সম্পর্কিত ধারণা দ্বারা বয়েল পদার্থেবিদ্যার ব্যাপক উন্নতি ঘটান। মৃত্যুঃ ১৬৯১ সালে মৃত্যুবরণ করেন।