174 বার প্রদর্শিত
"মতামত" বিভাগে করেছেন Level 6

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 6
আমি একজন বাংলাদেশী।এই ব্যাপারে আমি যা বলতে পারি বর্ডারে যারা প্রাণ হারাচ্ছে এরা হচ্ছে চোরাচালানকারী।এরা যে একদমই সাধু সেটাও না।অবৈধভাবে বর্ডার ক্রস করছে কেন সেটাও কিন্তু প্রশ্ন।কিন্তু তাই বলে তাদের নির্বিচারে সরাসরি গুলি করতে হবে সেটাও একদম উচিত নয়।বিএসএফ সর্বোচ্চ তাদের আটক করতে পারে।তিলকে তাল বানিয়ে ভারতের ভেতরে এখন যে নোংরা পলিটিক্স হচ্ছে এগুলি তারই প্রভাব।
এই কিছুদিন আগেও শত শত ভারতীয় জেলে মাছ সংগ্রহের জন্য বাংলাদেশের সমুদ্রসীমায় ঢুকে পড়ে।বাংলাদেশ নৌবাহিনী তাদের আটক করে।এখন যদি তাদের গনহারে গুলি করা শুরু করা হয় ভারতীয়দের কেমন লাগবে?

সন্দেহ নেই ভারতের এসব কর্মকান্ডের ফলে বাংলাদেশে ভারত বিদ্বেষীর সংখ্যা দিন দিন বাড়ছে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...