মানুষের পরিশ্রমের ফলে উৎপাদিত যে সম্পদ সরাসরি ভোগ না করে বেশি পরিমাণ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় বা উৎপাদন কাজে নিয়োজিত হয় তাকে মূলধন বলা হয়।আর বর্তমান উৎপাদন দ্বারা সঞ্চিত অর্থ যদি পুনরুৎপাদনে ব্যবহৃত হয় , তবে তাকে মূলধন গঠন বলে।মূলধন গঠনের তিনটি পর্যায় হল ১. আর্থিক সঞ্চয় সৃষ্টি ২. আর্থিক সঞ্চয় সংগ্রহ ও ঋণদান ৩ .আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর।