ইসম অর্থ নাম আর আজম অর্থ শ্রেষ্ঠ। সুতরাং, ইসমে আজম মানে হচ্ছে আল্লাহর একটি সর্বশ্রেষ্ঠ নাম। আর তা হচ্ছে 'আল্লাহ' নামটি। যেই নামটি পবিত্র কুরআনে সবচেয়ে বেশি বার (২৬৯৮ বার) এসেছে এবং এই ২৬৯৮ সংখ্যাটি কুরআনের বিস্ময়কর সংখ্যা ১৯ দ্বারা বিভাজ্য। (২৬৯৮÷১৯)=১৪২। 'আল্লাহ' নামের জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। তবে লাফালাফি-দাফাদাফি করে 'আল্লাহ' নামের জিকির করা যাবে না। ভদ্রতার সহিত বিনয়াবনত আল্লাহ নামের জিকির করতে হবে। আল্লাহর এই 'আল্লাহ' নামটি পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত হয়, হচ্ছে, হবে। মুসলমানরা আল্লাহর এই নাম ধরে 'ইয়া আল্লাহ' বা 'হে আল্লাহ' বলে প্রার্থনা করে। সবসময় মুখে-মুখে, মনে-মনে 'আল্লাহ' নামটি জপে আল্লাহকে স্মরণ রাখতে হবে, তাহলে আল্লাহ বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হবেন।