টেলিভিশন ঃ টেলিভিশন শব্দটি উৎপন্ন হয়েছে 'টেলি' (Tele) ও (Visio) 'ভিসিও ' শব্দ ২টি থেকে । টেলি শব্দের অর্থ দূর এবং ভিসিও শব্দের অর্থ দেখা । তাহলে টেলিভিশন শব্দের আভিধানিক অর্থ- দূর থেকে দেখা। বস্তুত টেলিভিশন এমন একটি মাধ্যম, যার মাধ্যমে আমরা দূরের কথা একই সঙ্গে শুনতে পাই এবং দূরের দৃশ্যও দেখতে পাই ।