বাংলাদেশে ইমো বেশি জনপ্রিয় এবং ভারতে হোয়াটসঅ্যাপ।
কারণ হিসেবে আমার মনে হয়, বাংলাদেশের অনেক মানুষ এখন বিদেশে কাজ করে। এই প্রবাসিরা তাদের পরিবারের মানুষদের সাথে যোগাযোগ রাখতে বিনামূল্যে অডিও এবং ভিডিও কল করতে ইমো ব্যবহার করেন। যেহেতু শুধু মাত্র ফোন নাম্বার থাকলেই ইমোতে কল করা যায় এবং এটা ব্যবহার খুবই সহজ তাই শিক্ষিত মানুষের পাশাপাশি যারা একেবারেই টেকনোলইজি ব্যবহার করতে জানেন না তারাও এই ইমো ব্যবহার করেন।