পাইকারি ব্যবসায় হল এমন এক বণিক বা মার্চন্ট মধ্যস্থব্যবসায়ী যারা নিজেদের মূলধন বিনিয়োগ করে বেশি পরিমানে পণ্য উৎপাদনকারী বা আমদানিকারকদের কাছ থেকে পণ্য কিনে ঝুকিঁ গ্রহন করে , সংরক্ষন করে তারপর পূনঃবিক্রেতা বা শিল্প উদ্যোক্তা বা খুচরা ব্যবসায়ীদের কাছে লাভের বিনিময়ে বিক্রি করে তাকে পাইকারি ব্যবসায় বলে।আশা করি সঠিক এবং সর্বোত্তম উত্তরটাই দিতে পারলাম।