367 বার প্রদর্শিত
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে করেছেন Level 5
করেছেন Level 7
–3
না, নিজের প্রশ্নে নিজে মানসম্মত উত্তর দিয়ে বিশেষজ্ঞ হওয়া যাবে । তবে এটি করলে এই সাইটের উন্নয়নে আপনারও অবদান থাকবে ।
করেছেন Level 5
বুঝলামনা প্রথমে না বললেন পরে হওয়া যাবে বললেন । স্পষ্ট করে বলুন।
করেছেন Level 7
এইটুকু কথা বুঝতে পারলেন না । আমি বলেছি, নিজের প্রশ্নে মানসম্মত উত্তর দিয়ে বিশেষ সদস্য হওয়া যাবে না । কিন্তু নিজের প্রশ্নে মানসম্মত উত্তর করলে সাইটের যে লাভ হবে, তাতে আপনারও অবদান থাকবে । কথা ভালোভাবে মাথায় নেওয়ার চেষ্টা করুন ।

1 উত্তর

+2 টি ভোট
করেছেন Level 7
নিজের প্রশ্নে নিজে উত্তর দেয়া নির্বিকের উদ্দেশ্য নয়।নির্বিকের উদ্দেশ্য হল আপনি কারো প্রশ্নের উত্তর জেনে থাকলে তা জানিয়ে প্রশ্নকর্তাকে সহায়তা করবেন এবং নিজের অজানা বিষয় জানতে প্রশ্ন করবেন।আপনি বলেছেন নিজের প্রশ্নে নিজে উত্তর দিয়ে বিশেষজ্ঞ হওয়া যাবে কি না।আমি বলব , যে নিজের প্রশ্নে নিজে উত্তর দিবে পয়েন্ট বাড়ানোর আশায় তাকে নির্বিক এডমিন এবং প্রশাসকগন নির্বিকের পদ দিতে পারে না , এটা ঠিক না ।তবে যে সদস্য অন্যের প্রশ্নে সর্বোত্তম উত্তর দেয়ার চেষ্টা করে এবং নির্বিকে ভালো সময় দিয়ে থাকে তাকেই পদ দেয়া যৌক্তিক।
করেছেন Level 3
হু খুব মজা উওর এটা
করেছেন Level 7
ধন্যবাদ ! * তবে বানানের দিকে খেয়াল রাখবেন যেমন উওর নয় হবে উত্তর।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
0 টি উত্তর
0 টি উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...