নিজের প্রশ্নে নিজে উত্তর দেয়া নির্বিকের উদ্দেশ্য নয়।নির্বিকের উদ্দেশ্য হল আপনি কারো প্রশ্নের উত্তর জেনে থাকলে তা জানিয়ে প্রশ্নকর্তাকে সহায়তা করবেন এবং নিজের অজানা বিষয় জানতে প্রশ্ন করবেন।আপনি বলেছেন নিজের প্রশ্নে নিজে উত্তর দিয়ে বিশেষজ্ঞ হওয়া যাবে কি না।আমি বলব , যে নিজের প্রশ্নে নিজে উত্তর দিবে পয়েন্ট বাড়ানোর আশায় তাকে নির্বিক এডমিন এবং প্রশাসকগন নির্বিকের পদ দিতে পারে না , এটা ঠিক না ।তবে যে সদস্য অন্যের প্রশ্নে সর্বোত্তম উত্তর দেয়ার চেষ্টা করে এবং নির্বিকে ভালো সময় দিয়ে থাকে তাকেই পদ দেয়া যৌক্তিক।