203 বার প্রদর্শিত
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন Level 2
বয়স ৩০। মুখের তোতলামী কিভাবে দূর করা যায় ? সঠিক উত্তর চাই ।

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 8
 
সর্বোত্তম উত্তর
তোতলামি ছাড়া ঠিকমতো কথা বলার অভ্যাস করার জন্য কিছু উপায় আছে। এগুলো নিজে চেষ্টা করে বেশ সুফল পেতে পারেন।

১)দ্রুত কথা বলার সমস্যা হলে ধীরে কথা বলার চেষ্টা করুন।

 
২)কোনো কথা বলার আগে লম্বা শ্বাস নিয়ে নিন। দরকার হলে ৩ সেকেন্ড বিরতি নিয়ে কথা বলুন।
কী বলতে চান, তা আগে থেকেই মাথায় গেঁথে নিন। এতে আপনার এক কথার মাঝে আরেক কথা হারিয়ে ফেলার ভয় থাকবে না।

৩)কোনো কথা বলা শুরু করলে, তার মাঝে কোনো বিরতি দেবেন না। কারণ একবার কথা বলার গতি পেয়ে গেলে স্বাভাবিকভাবেই আপনার আর কথা আটকাবে না।

৪)বিশেষ কোনো শব্দ উচ্চারণে সমস্যা হলে, তা বারবার বলে অভ্যাস করুন। দেখবেন ঠিক হয়ে গেছে।

সবসময় হাসি খুশি থাকুন;
এগুলো ছাড়াও নিজের আশেপাশের লোকজনের সাহায্য দরকার পড়ে। কেউ যদি আপনাকে নিয়ে হাসাহাসি করে, তাহলে তাকে আপনার সমস্যার কথা খুলে বলুন। বুঝিয়ে বলুন আপনার কী সাহায্য প্রয়োজন। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। একটি বিষয় খেয়াল করে দেখবেন, আপনি যখন কারো সাথে হেসে হেসে কথা বলছেন, তখন আপনার কথা আটকানোর ভয় থাকে না। আপনি স্বাভাবিকভাবেই কথা বলে যাচ্ছেন। তাই চেষ্টা করবেন যতবেশি সম্ভব আপন এবং কাছের মানুষ তৈরি করার।
করেছেন Level 2
আপনাকে অনেক ধন্যবাদ । আপনার জন্য দোয়া রইল ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
22 মে 2021 "অন্যান্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন সিদ্ধার্থ Level 1
1 উত্তর
23 মার্চ 2019 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মোঃ শফিকুল মওলা Level 3
1 উত্তর
17 মার্চ 2019 "নিত্যনতুন সমস্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mohammed Siam Level 1
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...