173 বার প্রদর্শিত
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন Level 7

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 2

মানুষের দেহে বিভিন্ন নালিকাপথে গিয়ে যে লাল তরল পদার্থ পুষ্টির পরিবহন করে তার নাম রক্ত। এই রক্ত বাহিত হওয়ার জন্য তরলের প্রয়োজন তাই রক্তের ৫৫% তরল।

বাকি ৪৫% রক্তকণিকা। এই রক্তকণিকা আবার তিন ধরনের, -১. লোহিত কণিকা।

              ২. শ্বেত কণিকা।

              ৩. অনুচক্রিকা।


শ্বেতরক্তকণিকা আবার আকৃতি ও গঠনগতভাবে দুইভাগে বিভক্ত।

   ক. দানাবিহীন

   খ.দানাদার


নিউট্রোফিল হচ্ছে দানাদার বা Granulocyte এর এক প্রকার।  এ কোষের সাইটোপ্লাজম বর্ন নিরপেক্ষ সূক্ষ্ম দানাযুক্ত। নিউক্লিয়াস ২-৭ খন্ডক যুক্ত। এদের ব্যাস ১০-১২ মাইক্রোমিটার। ফ্যাগোসাইটোসিসস পদ্ধতিতে রোগজীবাণু ভক্ষন করে রোগ আক্রমন প্রতিহত করে।

এ সম্পর্কিত কোন প্রশ্ন খুঁজে পাওয়া গেল না

নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...