মানুষের দেহে বিভিন্ন নালিকাপথে গিয়ে যে লাল তরল পদার্থ পুষ্টির পরিবহন করে তার নাম রক্ত। এই রক্ত বাহিত হওয়ার জন্য তরলের প্রয়োজন তাই রক্তের ৫৫% তরল।
বাকি ৪৫% রক্তকণিকা। এই রক্তকণিকা আবার তিন ধরনের, -১. লোহিত কণিকা।
২. শ্বেত কণিকা।
৩. অনুচক্রিকা।
শ্বেতরক্তকণিকা আবার আকৃতি ও গঠনগতভাবে দুইভাগে বিভক্ত।
ক. দানাবিহীন
খ.দানাদার
নিউট্রোফিল হচ্ছে দানাদার বা Granulocyte এর এক প্রকার। এ কোষের সাইটোপ্লাজম বর্ন নিরপেক্ষ সূক্ষ্ম দানাযুক্ত। নিউক্লিয়াস ২-৭ খন্ডক যুক্ত। এদের ব্যাস ১০-১২ মাইক্রোমিটার। ফ্যাগোসাইটোসিসস পদ্ধতিতে রোগজীবাণু ভক্ষন করে রোগ আক্রমন প্রতিহত করে।