হ্যাঁ, সিজদারত অবস্থায় দীর্ঘ দোয়া পাঠ করা যায় । সিজদা অথাবা রুকুতে এই দোয়াও পাঠ করা যায়ঃ "সুবাহানাকা আল্লহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লহুম্মাগাফিরলী" । (অর্থঃ হে আল্লাহ! তুমি পবিত্র, তোমার প্রশংসায় আমি রত, আমাকে ক্ষমা কর ) [বুখারি/৭৫৫, মুসলিম/৯৬৭, নাসাঈ/১০৫০, ইবনে মাজাহ/৮৮৯] (এছাড়া সিজদায় সহীহ হাদিসে বর্ণিত অন্যান্য দোয়া পাঠ করা যায়) । (তথ্যসূত্রঃ 'নামায শিক্ষার বই')