194 বার প্রদর্শিত
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে করেছেন Level 2

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 7
হ্যাঁ, যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে একেবারেই সহজ ১টি উপায় আছে । উপায়টি হল আপনি যেখানে সাইটের প্রথমেই "ইমেল অথবা সদস্য নাম" এবং "পাসওয়ার্ড" দেখতে পাবেন । এই ২টির নিচে "পাসওয়ার্ড ভুলে গেছেন " এই লিঙ্কটি দেখতে পাবেন । লিঙ্কটিতে ক্লিক করুন । তারপর আপনি যে ইমেল অথবা সদস্য নাম দিয়েছেন তার ১টি লেখার জন্য খাম থাকবে । আপনি *ইমেল অথবা সদস্যনাম* ২টির যেকোন খামে টাইপ করে "পাসওয়ার্ড পু:নীর্ধারণের জন্য ইমেল পাঠান" এই লিঙ্কে ক্লিক করুন । এরপর আপনার কাছে সাইট থেকে ইমেলের মাধ্যমে ১টি কোড আসবে । কোড লেখার জন্য যে খামটি থাকবে সেখানে কোডটি লিখুন । তারপর পাঠিয়ে দিলেই আপনাকে নতুন ১টি পাসওয়ার্ড লিখতে বলবে । পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেলে পাঠিয়ে দিন । এখন আপনার অ্যাকাউন্ট পুনরায় ফিরে পেলেন । নতুন পাসওয়ার্ড মনে রাখুন ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...