যেহেতু আপনার বোন আপনার থেকে বয়সে ছোট তাই দুলাভাই বলে না ডাকাই ভাল। আপনি তাকে তুমি বলে ডাকতে পারেন অথবা শুধু ভাই বলে ডাকতে পারেন।আমার মতে ভাই বলে ডাকাটাই সবচেয়ে উত্তম হবে যেহেতু উনি বয়সে বড়। আমার বাবা ফুফাদের নাম ধরে ডাকেন যদিও ওনারা বয়সে একটু বড়। ছোটবোনের স্বামী হলে ডাকা যায়।সমস্যা নেই।