উত্তর: নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করার যারা আত্মবিশ্বাসে বলীয়ান ছিলেন তাদের উপদেশ নেওয়া উচিত বলে আমি মনে করি । যুক্তি: অনেকেই মনে করেন , আত্মবিশ্বাস হল জীবনে সফল হবার মূলতন্ত্র । আত্মবিশ্বাসি না হলে জীবনে সফল হওয়া যায় না ।কিন্তু যারা আত্মবিশ্বাসে বলীয়ান, তারা সহজেই হাল ছাড়ে না । লক্ষে না পৌছানো পর্যন্ত চলতেই থাকে তাদের চেষ্টা । যত বাধাই আসুক কিছুই তাদের থামিয়ে রাখতে পারেনা । কিন্তু আত্মবিশ্বাস হতে হলে নিজের প্রকৃত ক্ষমতা জেনে , বুঝে তারপর অনাবরত নিজের প্রতি বিশ্বাস আস্তা তৈরি হতে হবে । আর যারা আত্মবিশ্বাসে বলীয়ান ছিলেন তারা এগুলো মেনে সফলতা অর্জন করেছেন । তাই তাদের মত মানুষের উপদেশ নেওয়া উচিত বলে আমি মনে করি ।