ইন্টারনেট বিকাশকালে ১৯৮৯ সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রটকোল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন ও তা বাস্তবায়ন করেন।সেই থেকে ওই বিজ্ঞানী তথা স্যার টিমোথি জন 'টিম' বারনাস-লি (Tim Bernes Lee) (জন্ম-জুন ৮,১৯৫৫) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের(World wide web-www) জনক হিসেবে পরিচিত।