আল্লাহ্ ও সকল নবী এবং রাসূলদের উপর ইমান আনতে হবে/বিশ্বাস করতে হবে মুখে এবং অন্তর থেকে। প্রতিদিনের সকল নামায/সলাত সঠিক সময় আদায় করতে হবে।
মনে মনে মহান আল্লার নামে জিকির করতে হবে।রোযার সময় /সিয়ামের মাসে সকল রোযা রাখতে হবে।সকল ওয়াজ/মাহফিল এ অংশগ্রহন করতে হবে।বড়দের সম্মান করতে হবে এবং ছোটদের স্নেহ করতে হবে। মসজিদে যোহর/আচ্ছর/মাগরিব/এশা সলাতের পড়ে কিতাবে আমল বা কোরানের পড়ে তা ব্যাখা করা হয় সবার জ্ঞান অজনের জন্য সেখানে অংশগ্রহন করতে হবে ।সবাইকে সালাম দিন।কেউ ভুল করলে মাস করে দিন।মসজিদের ইমাম/মুয়াজ্জিনদের সাথে ইসলামের করা বলুল ,যেমন:
1.ইসলাম বাংলাদেশে কি ভাবে প্রতিষ্ঠা পেলো?
2.নবী- রাসূলদের ইতিহাস ?
3. নামার /সলাত পড়ার সঠিক নিয়ম ইত্যাদি ।নবী-রাসূলগন কিভাবে জীবনযাপন করতেন।ইসলামের কালেমা গুলো কি কি?।জানাযার নামাজে অংশগ্রহন করুন।
অথাত নবী-রাসূলদের অনুসরণ করলে এবং আল্লাহ্ চাইলে হয়তো আপনি মুমিন হতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।