গণিতে ভালো হওয়া নির্ভর করে একান্ত নিজের উপর, আপনি কতটুকু চর্চা করছেন তার উপর । আপনি যে ক্লাসেই পড়াশোনা করেন, আপনাকে অংক করা শুরুতেই সবগুলো সুত্রের প্রতিপাদন জানতে হবে। বুঝতে হবে। আমি মুখস্থ করতে বলিনি। শুধুমাত্র জানতে এবং বুঝতে বলেছি। প্রতিদিন একঘন্টা বা তারচেয়ে বেশি সময় দিন গনিতকে। চিন্তা করুন, একটা সমস্যা নিয়ে। বাস্তবজীবনের সাথে মেলাতে চেষ্টা করুন। কোনো একটা প্রিন্সিপাল বা নীতি চোখ বন্ধ করে বিশ্বাস না করে ভাবুন এটা কেন এমন হলো, এর পিছনের কারনটা খুজতে চেষ্টা করুন । কোনো কিছুতে একদিনেই ভালো হওয়া যায়না। এর পেছনে সময় ব্যায় করতে হয়।
আর, গনিতের প্রেমে পড়তে হলে ইউটিউবে গনিত রিলেটেড বিভিন্ন ভিডিও আছে সেসব দেখতে পারেন।ধন্যবাদ।