ছোটবেলা থেকেই শেখা আমার প্রিয় উক্তিগুলো হলঃ 'মানুষ মরণশীল', 'অসৎ সঙ্গ ত্যাগ কর', 'নকল করা মহাপাপ', 'যেমন কর্ম- তেমন ফল', 'সোজা কথা সোজাসুজি বল', 'মিথ্যা বলা মহাপাপ', ' মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে', 'বেয়াদবীর অপর নাম ধ্বংস', 'মাদকাসক্তির অপর নাম মরণ', 'সঙ্গীগুণে মানুষ চেনা যায়', 'মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত', 'অতি চালাকের গলায় দড়ি', 'সর্বদা মানুষের উপকারের চেষ্টা কর' ইত্যাদি ।