বিজয় সফ্টওয়ার ব্যবহার করুন। কারণ এটির দ্বারাই বইপত্র, প্রিন্ট পেপার, অফিস-আদালতের কাজ করা হয়। তাছাড়াও এর ফন্ট প্রিন্টের সময় ভাল দেখায়। প্রিন্টারগুলো বিজয় সাপোর্টেড। টাইপিং স্পিড দ্রুত হয়। একটা শব্দের ভুল ঠিক করতে পুরো শব্দ না কেটে ভুল অক্ষরটিই কাটা যায়।
বিজয়ের একটা সমস্যা হচ্ছে সুতন্মী ফন্ট সরাসরি অনলাইনে সাপোর্ট করে না। তাকে ইউনিকোডে কনভার্ট করতে হয়। তবে বিজয়ের ইউনিজয় অপশনটা ব্যবহার করে অনলাইনের জন্যও লিখতে পারবেন।